কয়েক মাস ধরেই ছিলেন আলোচনায়, গ্রেপ্তার হওয়ার পর এখন তুমুল আলোচনায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী; রাষ্ট্রদ্রোহের একটি মামলায় এখন তিনি কারাগারে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভের ডাক দিয়ে প্রচারে আসেন তিনি।
সেই বিক্ষোভের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাটিতে আসামি করা হয় তাকে। প্রায় এক মাস পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে গ্রেপ্তার করা হয় তাকে।
সনাতনী সাধু চিন্ময়কে গ্রেপ্তারের পর ঢাকায় বিক্ষোভে নামে হিন্দু সম্প্রদায়; বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ইসকন।
চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকারও। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে একজন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রদ্রোহের বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রদায় দেখা হবে না।
কে এই চিন্ময় ব্রহ্মচারী?
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রকৃত নাম চন্দর কুমার ধর। যতদূর জানা যায়, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘে (ইসকন) যোগ দেওয়ার পর তিনি নতুন নাম নেন। চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীকে তার অনুসারীরা ‘চিন্ময় প্রভু’ বলেই ডাকেন।
বাংলাদেশে ইসকনের মুখপাত্রের ভূমিকায় কাজ করেছেন তিনি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ আন্দোলনের সঙ্গেও যুক্ত তিনি।
গত আগস্টে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলে তার প্রতিবাদে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে সমাবেশ হয় ‘সনাতন জাগরণ মঞ্চ’ ব্যানারে। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিন্ময়।
এরপর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময়কে।
কী নিয়ে মামলা, কেন গ্রেপ্তার
২৫ অক্টোবর সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা হয়।
সেই মামলায় চিন্ময়সহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ), ১২৪(ক), ১৫৩(ক), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় চিন্ময়ের পাশাপাশি চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনকে আসামি করা হয়।
এরমধ্যে ঢাকায় এসেছিলেন চিন্ময়। চট্টগ্রামে ফেরার পথে সোমবার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।
রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার চিন্ময়কে আদালতে তোলা হয়। আদালতে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম।
কে করেছিলেন মামলা
রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। তিনি উত্তর মোহরার স্বরূপ খান চৌধুরী সড়কের স্বরূপ খান চৌধুরী বাড়ির মো. আব্দুল হালিমের ছেলে।
তবে এই মামলা করার পর দলের বিরাগভাজন হতে হয়েছে ফিরোজকে। দুদিন পরই তাকে পদচ্যুত হতে হয়।
সংগঠনকে না জানিয়ে ওই মামলা করায় চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া কেন্দ্রের নির্দেশে এই সিদ্ধান্ত নেন।
ফিরোজকে পাঠানো চিঠিতে বলা হয়, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মামলার পর বিক্ষোভ, গ্রেপ্তারের পরও
চিন্ময়ের বিরুদ্ধে মামলা হওয়ার পরদিন ৩১ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সেখান থেকে পরদিন শুক্রবার দেশের ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। চট্টগ্রামের বিক্ষোভে বিপুল উপস্থিতি বেশ আলোচনা তৈরি করে।
সেই সমাবেশ থেকে ৪ নভেম্বরের মধ্যে মামলা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়া হয়। নইলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও নিয়েছিল সনাতন জাগরণ মঞ্চ।
২ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ ও মিছিল শেষে চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানায় সংখ্যালঘু ঐক্য মোর্চা।
সোমবার চিন্ময়কে গ্রেপ্তারের পরও সম্মিলিত সনাতন জাগরণ জোট সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
এতে সাড়া দিয়ে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে সোমবার বিক্ষোভ সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকার শাহবাগ মোড়েও অবস্থান নেয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সেখানে তাদের ওপর হামলার অভিযোগও উঠেছে।
এছাড়া টাঙ্গাইল, বরিশাল, রংপুর, সাতক্ষীরা, নাটোর, খুলনা, রাঙামাটি, যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
মঙ্গলবার চিন্ময়কে চট্টগ্রামের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। চিন্ময়ের অনুসারীরা তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। এক পর্যায়ে পুলিশ-র্যাব গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা শুর করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের মধ্যে একজন আইনজীবী নিহত হন। সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ২০ জন।